রহমত নিউজ 30 October, 2024 02:20 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের আমীর মাওলানা মাহবুবুর রহমান ও সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন বলেছেন, আমরা দিল্লির সাউথ ব্লক থেকে বেরিয়ে হোয়াইট হাউজের বৃত্তে আবদ্ধ হতে চাই না। তাদের মোড়লীপনার জন্য কিংবা অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি কোনভাবেই দেয়া যাবে না। এটি দেশের স্বাধীনতা ও সংস্কৃতিকে হুমকিতে ফেলবে।
আজ বুধবার (৩০ অক্টোবর ২০২৪) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, জাতিসংঘ নামক এই অথর্ব প্রতিষ্ঠান পশ্চিমাদের পদলেহন ব্যতীত কোন কাজেরই না। পৃথিবীর কোন দেশে জাতিসংঘের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে এমন কোন নজির নেই। বরং মানবাধিকারের নামে কুরুচিপুর্ণ গুটি কয়েক মানুষকে প্রতিষ্ঠিত করেছে এবং আর্থিক সহায়তার প্রলোভনে তাদের বস্তাপঁচা মতবাদ প্রচারের চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের জনগণ যে কোন মূল্যে এই সংস্থার শাখা অফিস খোলা প্রতিহত করবে ইন শা আল্লাহ।
তারা বলেন, ব্রিটিশ বেনিয়ারাও প্রথমে এই উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছদ্মবেশে প্রবেশ করে। পরের পরিণতি সবাই অবগত। এই উপদেষ্টাদের নিয়োগ দেয়া হয়েছে দেশের শান্তি -শৃঙ্খলা, সম্প্রীতি,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করা। কিন্তু তারা এসবের প্রতি লক্ষ্য না রেখে বিদেশি আগ্রাসী শক্তির অফিস খোলার জন্য একধাপ এগিয়ে কাজ করছে। গুটিকয়েক দেশে অফিস থাকা এই সংস্থাটিকে ছাত্র-জনতার রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে দেশের দায়িত্ব নেয়া বর্তমান অন্তর্বতীকালীন সরকার কিসের স্বার্থে, কার পরামর্শে অফিস খোলার অনুমতি দেয়ার মতো এই হুটহাট ও আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তা বোধগম্য নয়। অবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।
আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবীতে এবং স্বাধীন দেশে বিদেশী শক্তির অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধন উপস্থিত হওয়া ও সফল করার জন্য নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান নেতৃদ্বয়।